চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনায় এজাহার নামীয় আসামি আনিছ আহাম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১০ টার দিকে সদর উপজেলার জাফরপুর মোড় থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশের একটি টিম।
গ্রেফতার আনিছ আহম্মেদ চুয়াডাঙ্গা সদর উপজেলার ঠাকুরপুর গ্রামের ফজলু রহমানের ছেলে ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সহযোগী।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আসামি আনিছের অবস্থান সম্পর্কে জানতে পারেন সদর থানার পুলিশ। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম জাফরপুর মোড়ে অভিযান চালিয়ে আনিছকে গ্রেফতার করে থানা হেফাজতে নেয়। গ্রেফতার আনিছ আহম্মেদ গত ৪ আগস্ট চুয়াডাঙ্গা কোর্টমোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উপর হামলার ঘটনায় এজাহার নামীয় আসামি।
আনিছ আহম্মেদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় গত ২০ আগস্ট সদর থানায় একটি মামলা হয়। ওই মলায় তিনি ৫৩ নম্বর এজাহার নামীয় আসামি। সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আর কোন মামলা আছে কিনা, সেটাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গার সাবেক মেয়রের সহযোগী আনিছ গ্রেফতার https://corporatesangbad.com/489472/ |