বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় পরিবারের সাথে অভিমান করে মোহাম্মদ আলী (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার বিকেল ৫টার দিকে ফুলতলা দহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা দহপাড়া গ্রামের ফুলমিয়া শেখের ছেলে।
নিহতের মা চায়না বেগম জানান, বিকেলে আমরা সবাই বাড়ির বাহিরে বসে আছি। মাগরিবের আজান হবে এজন্য বাড়িতে এসে দেখি বাড়ীর গেট লাগানো। তখন আমার মেয়ে ও স্থানীয়দের সহযোগিতায় বাড়ীর ভিতরে প্রবেশ করে তার ঘরের মধ্যে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখি। তখন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি অরো বলেন, আমার ছেলে খুব রাগি ছিল। মাঝে মধ্যে ছোট বিষয় নিয়ে দ্বন্দ করছিল। বিকেল বাড়ীর ভিতরে কেউ ছিলনা এই সুযোগে সে আত্মহত্যা করে। কিন্তু আজ তার সঙ্গে কোন দ্বন্দ হয়নি। কেন এঘটনা ঘটালো জানিনা।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শেরপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা https://corporatesangbad.com/489395/ |