বিমানবন্দর রেলওয়ে স্টেশনে গ্লোবাল ইসলামী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

Posted on October 12, 2023

কর্পোরেট ডেস্ক : আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিমানবন্দর রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে গ্লোবাল ইসলামী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে এই বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম এবং ঢাকা রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির, ব্যাংকের ইভিপি ও ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান এস এম মিজানুর রহমান, হেড অব মার্কেটিং ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী, হেড অব কার্ডস এ এন এম আহসান হাবিব, উত্তরা শাখার ব্যবস্থাপক হাসান শাহরিয়ার, বাংলাদেশ রেলওয়ের ও ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রেলওয়ে স্টেশনগুলোতে এটিএম বুথ স্থাপনের মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক বাংলাদেশ রেলওয়ের যাত্রী ও আশপাশের জনগণের জন্য ব্যাংকিং সেবার পরিধি বাড়াতে সচেষ্ট রয়েছে।