মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগিরখীল এলাকায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ শোহাইব (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকাল ২টার সময় পুকুরের পানিতে গোসল করতে গিয়ে ডুবে তার মৃত্যু হয়। তার সাথে গোসল করতে যাওয়া সহপাঠীরা স্থানীয়দের খবর দিলে স্থানীয়রা খোজাখুজি করার পর উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
নিহত স্কুল ছাত্র মোহাম্মদ শোহাইব ডুলাহাজারা ইউনিয়নের বৈরাগিরখিল এলাকার ফিরোজ আহমদের ছেলে বলে জানা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল কাদের বলেন, ডুলাহাজারা ইউনিয়নে এক স্কুল ছাত্র পুকুরের পানিতে ডুবে মৃত্যু হওয়ার খবর পেয়েছি। তার পরিবার থেকে কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু https://corporatesangbad.com/488921/ |