নেত্রকোণা সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করলো বিএসএফ

Posted on October 26, 2024

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে মারা যাওয়া বাংলাদেশি যুবকের মরদেহ নেত্রকোণার বিজয়পুর সীমান্ত দিয়ে বিজিবির হাতে হস্তান্তর করছে বিএসএফ।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নেত্রকোনার বিজয়পুর সীমান্তে বিজিবির হাতে মরদেহটি হস্তান্তর করা হয়।

ওই যুবক হলেন-শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. রিজাউল করিম। শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

নেত্রকোণার ৩১ বিজিবির অধিনায়ক কর্নেল এএসএম কামরুজ্জামন বলেন, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দীগলবাঘ এলাকার সীমান্ত দিয়ে সাত বাংলাদেশি ১০০-১৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় বিএসএফের দমদমা ক্যাম্পের টহলরত সদস্যরা চ্যালেঞ্জ করলে ছয়জন পালাতে সক্ষম হলেও একজন একটি কালভার্ট থেকে পড়ে অচেতন হয়ে পানিতে তলিয়ে যান। তাৎক্ষণিক বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ অক্টোবরে তিনি মারা যান। ভারতে মৃত ব্যক্তির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এদিকে শনিবার দুপুর ১২টার দিকে নেত্রকোনার বিজয়পুর সংলগ্ন বিএসএফ ব্যাটালিয়নের বাগমারা এলসি দিয়ে নেত্রকোণা জেলা পুলিশের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়। পরে পুলিশ বাংলাদেশের অভ্যন্তরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এরপর মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সাপাড়া বিজিবি ক্যাম্প দীগলবাঘ সীমান্তে এলাকায় ১১৩৯/৯ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।