ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) দিনগত রাত ৩টায় রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ৫ আগস্ট থেকেই আসিফ হোসেন ডন পলাতক ছিলেন। তিনি ময়মনসিংহ সিটির ৭নং ওয়ার্ড থেকে দুবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবং তাকে সিটি করপোরেশনের ১ নম্বর প্যানেল মেয়র করা হয়েছিল।
গ্রেফতার হওয়া আসিফ হোসেন ডন ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রেদুয়ান আহমেদ সাগর হত্যা মামলার অন্যতম পলাতক আসামি। তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটুর বড় ভাই ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীমের শ্যালক।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম বলেন, পরে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ময়মনসিংহ সিটির সাবেক কাউন্সিলর ডন গ্রেফতার https://corporatesangbad.com/488895/ |