শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শহরের কাটিয়া টাউন বাজারে প্রশাসনের তত্ত্বাবধানে ন্যায্য মূল্যে ডিম বিক্রি শুরু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন-বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, কৃষি বিপণন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ, জেলা ক্যাবের সাধারণ সম্পাদক পারভীন আক্তার, কাটিয়া টাউন বাজার কমিটির সভাপতি সৈয়দ রেজাউল হোসেন, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি অলিউল ইসলাম প্রমুখ।
এ সময় জানানো হয়, শহরে টাউন বাজারে ন্যায্য এবং যৌক্তিক মূল্যে প্রতি পিস ডিম ১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে। প্রতি ডজন ডিমের দাম ১২৬ টাকা। খামারিদের কাছ থেকে ডিম সুলভ মূল্যে ক্রয় করে ভোক্তাদের মাঝে আগামী তিন মাস এভাবে ডিম বিক্রি করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাতক্ষীরায় ১২৬ টাকা ডজনে ডিম বিক্রি শুরু https://corporatesangbad.com/488515/ |