চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনা থেকে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

Posted on October 23, 2024

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি তেলবাহী ট্রেনের আটটি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়ে মাঠের মধ্যে পড়ে গেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার আনসার বাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে বন্ধ রয়েছে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ। বুধবার সকাল ৮ টার দিকে পাকশি থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ অংশ নিয়েছে।

এর ফলে খুলনাগামী চিত্রা ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। এতে দুইটি ট্রেনের শত শত যাত্রী ভোগান্তিতে পড়ে।

এ বিষয়ে উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় জানান, একটি তেলবাহী ট্রেন খুলনার দিকে যাচ্ছিলো। ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনের ডাউন সিগনাল পয়েন্টের কাছে পৌঁছে লাইনচ্যুত হয়। সকালে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে দুপুরের দিকে উদ্ধার কাজ সম্পন্ন করতে পারবে বলে জানিয়েছেন।