কর্পোরেট সংবাদ ডেস্ক : অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাবনা আহ্বান করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
মঙ্গলবার (২২ অক্টোবর) নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মতামত আহ্বান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন একটি অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকলের মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাবনা জানতে আগ্রহী।
এ প্রেক্ষিতে নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত নিম্নোক্ত ই-মেইল অথবা ওয়েবসাইট অথবা কমিশনের ফেসবুক পেইজে ১৫ নভেম্বর তারিখের মধ্যে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।
নিম্নোক্ত ই-মেইল, ওয়েবসাইট ও ফেসবুক পেইজে মতামত দেয়া যাবে- ই-মেইল: feedback@erc.ecs.gov.bd, ওয়েবসাইট: https://erc.ecs.gov.bd ও ফেসবুক পেইজ:www.facebook.com/ercbd2024
উল্লেখ্য, গত ৩ অক্টোবর অন্তর্বর্তী সরকার 'নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন' গঠন করে।
আরও পড়ুন:
রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৫২ এসআইকে অব্যাহতি: স্বরাষ্ট্র উপদেষ্টা
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নির্বাচনী ব্যবস্থার সংস্কারে মতামত আহ্বান https://corporatesangbad.com/488266/ |