বগুড়ায় আলাল এগ্রোফুডে ভয়াবহ অগ্নিকান্ড, কাজ করছে ৬টি ইউনিট

Posted on October 22, 2024

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে আলাল এগ্রো ফুড এবং পোল্ট্রি এন্ড ফিশ ফিড লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠান বাগড়া হঠাৎপাড়া এলাকায়। সেখানে আলাল এগ্রোফুডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় কুসুম্বি ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও সকাল ৯টা পর্যন্ত ২টি ইউনিট কাজ করছেন।

প্রতিষ্ঠানটির সিনিয়র ব্যবস্থাপক মামুনুর রশীদ বলেন, ‘প্রতিষ্ঠানের কাঁচামালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রতিষ্ঠানের গোডাউনে থাকা ফিড তৈরির ৩১৭০ টন সোয়ামিন, ২০৯৫ টন ভুট্টা ও ৯৫৫ মেট্রিক টন সিজিএন পুড়ে ভষ্মীভূত হয়।’

তিনি আরও বলেন, ‘আগুনে তাদের প্রতিষ্ঠানের কাঁচামাল ও মেশিনারিজ পুড়ে যায় তবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, ‘আমরা রাত ১২ টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের সদর, শেরপুর, শাজাহানপুর ও ধনুট ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ বখতিয়ার উদ্দিন বলেন, ‘এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে৷ আমাদের ২টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে।