সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পণ্য বেশি দামে বিক্রি করায় দুই দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ অক্টোবর) দুপুরে শহরের বড় বাজার ও বানিয়াপট্রি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব)। মাহমুদ হাসান রনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্সের অভিযানে বড় বাজারে বেচাকেনার ভাউচার না সংরক্ষণ ও ডিমের দাম সরকারি নির্ধারিত মূল্যের বেশি নেয়ায় সততা ডিমের আড়তকে আট হাজার টাকা ও বানিয়াপট্রিতে চালের বস্তায় দাম না লেখায় গণেশ চালের আড়তকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।'
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিরাজগঞ্জে পণ্য বেশি দামে বিক্রি করায় দুই দোকানির জরিমানা https://corporatesangbad.com/487975/ |