নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ অক্টোবর) সব মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে আজকের লেনদেন। তবে এদিন ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ।
সূত্র মতে, সোমবার (২১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ১২.৩৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ১৭৩ পয়েন্টে।
এছাড়া, এদিন ডিএসইএস সূচক ১.৪১ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ৭.৫৩ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে আজ মোট ৩৪৪ কোটি ৭৭ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬২ কোটি ৪২ লাখ টাকা।
আজ পুঁজিবাজারে মোট ৩৯৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ১৫০ কোম্পানির। দরপতন হয়েছে ১৮৪ কোম্পানির। আর ৬৩টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের উত্থানে আজকের লেনদেন ৩৬২ কোটি টাকা https://corporatesangbad.com/487922/ |