স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে নিউজিল্যান্ড বরাবরই সমীহ জাগানিয়া নাম। পুরুষ দল হোক কিংবা নারী—যে কোনো টুর্নামেন্টে তারা থাকে ফেভারিটের তালিকায়। তবে, পুরো আসর ভালো খেলেও শেষ পর্যন্ত শেষ হাসি হাসার সুযোগ তেমন পায় না তারা। এবার সেই দুঃখ ঘোচালো নারী দল।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিল নিউজিল্যান্ড। রোববার (২০ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৩২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল নিউজিল্যান্ড।
এর আগে কিউই মেয়েরা ২০০৯ ও ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবার ফাইনালে উঠলেও প্রথমে ইংল্যান্ড ও পরবর্তীতে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েছিল নিউজিল্যান্ড। সেই দলটি ১৪ বছর পর আবার ফাইনালে উঠে দোর্দণ্ড প্রতাপেই জিতে নিল বিশ্বকাপ।
এর আগে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১২৬ রানে থামে প্রোটিয়ারা। নিউজিল্যান্ডের অপবাদ ঘোচানোর দিনে দক্ষিণ আফ্রিকা বাড়ি ফিরল পুরোনো চোকার্স অপবাদ নিয়েই।
তাতে অবশ্য টানা মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বার রানার্সআপ হওয়ার যন্ত্রণা পেল দক্ষিণ আফ্রিকা। ছেলে-মেয়ে মিলিয়ে তো টি-টোয়েন্টিতে বিশ্বকাপের ফাইনালে হারার ‘হ্যাটট্রিক’ই করে ফেলল দক্ষিণ আফ্রিকা।
ফাইনালে কিউইদের শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন অ্যামেলিয়া কির। ব্যাট হাতে ৩৮ বলে ৪৩ রানের পাশাপাশি বল হাতেও রাখেন অবদান। চার ওভারে ২৪ রানে নেন তিন উইকেট। ম্যাচ সেরার পুরস্কার ওঠে অ্যামিলিয়ার হাতে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো নিউজিল্যান্ড https://corporatesangbad.com/487865/ |