ভালুকায় রাস্তার পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Posted on October 20, 2024

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় জঙ্গল বেষ্টিত গ্রাম্য রাস্তার পাশ থেকে দুলাল উদ্দিন মন্ডল (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ অক্টোবর) সকালে উপজেলার রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামের জঙ্গল বেষ্টিত গ্রাম্য রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দুলাল উদ্দিন মন্ডল উপজেলার রাজৈ ইউনিয়নের সোহাল গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তিনি এলাকায় ডাকাত হিসেবে পরিচিত। একটি মামলায় ১৪ বছর সাজা হওয়ার পর ২০০৩ সালে কারামুক্ত হন তিনি।

পরিবার সূত্র জানায়, শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন দুলাল উদ্দিন। এরপর রাতে আর তিনি বাড়ি ফেরেননি। সকালে স্থানীয় সোহাল গ্রামের জঙ্গল বেষ্টিত গ্রাম্য রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছেলে-মেয়ের অভিযোগ, পূর্ববিরোধের জের ধরে দুলাল উদ্দিন মন্ডলকে পিটিয়ে হত‍্যা করা হয়েছে।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হুদা খান বলেন, নিহত ব‍্যক্তি এলাকায় ডাকাত দুলাল নামে পরিচিত। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন‍্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।