![]() |

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশের বাজারে সিয়েট ব্র্যান্ডের ৩টি নতুন মডেলের টায়ার নিয়ে এসেছে দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেড। বিশ্বখ্যাত সিয়েট ব্র্যান্ডের বাংলাদেশে অফিশিয়াল ডিস্ট্রিবিউটর এসিআই মোটরস লিমিটেড।
বাজারের চাহিদার বিষয়টি মাথায় রেখে এসিআই মোটরস লিঃ দেশের বাজারে নিয়ে এসেছে বাসের জন্য ২৯৫/৮০আর২২.৫ সাইজের সিয়েট উইনমাইল এক্সথ্রিআর, মোটরসাইকেলের জন্য ১৪০/৭০-১৭ সাইজের সিয়েট গ্রিপ এক্সফাইভ এবং সিএনজি অটোরিকশার জন্য ৪.০০-৮ সাইজের সিয়েট বুলান্দ সিরিজের টায়ার।
শুক্রবার (১৮ অক্টোবর) চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে টায়ার ৩টির শুভ উদ্বোাধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-এসিআই মোটরস্ এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং বিজনেস ম্যানেজার শামসুজ্জামান। সারাদেশে সিয়েটের সকল ডিলার এবং রিটেইল পয়েন্টে এখন থেকে এই ৩টি নতুন মডেলের টায়ার পাওয়া যাবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| দেশের বাজারে সিয়েট ব্র্যান্ডের ৩টি নতুন মডেলের টায়ার আনলো এসিআই মোটরস https://corporatesangbad.com/487512/ |