আন্তর্জাতিক ডেস্ক : আরব সাগরে ড্রোন দিয়ে ইসরাইলের সাথে সংশ্লিষ্ট আরেকটি জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথিরা। তবে জাহাজটিকে কখন লক্ষবস্তু করা হয়েছে সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।
ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, আল্লাহর সাহায্যে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে আরব সাগরে মেগালোপোলিস নামে একটি জাহাজ লক্ষ্য করে অভিযান চালিয়েছে।
তিনি বলেন, ইসরাইলি বন্দর অভিমুখে পণ্য পরিবহনের ওপর ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করার জন্য জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়। অভিযানটি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ড্রোন ইউনিট পরিচালনা করেছে।
জেনারেল সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইল অভিমুখী সমস্ত জাহাজকে আঘাত করা অব্যাহত রাখবে। যেসব জাহাজ ইসরাইল থেকে লোহিত সাগর দিয়ে বের হবে সেগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি সুস্পষ্ট ঘোষণা দেন- অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননের ওপর দখলদার বাহিনীর আগ্রাসন বন্ধ হলেই কেবল ইসরাইল-বিরোধী ইয়েমেনি অভিযান বন্ধ হবে।
হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাত সম্পর্কে জেনারেল সারি বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজা এবং লেবাননের যোদ্ধাদের স্যালুট করে এবং নিশ্চিতভাবে বিশ্বাস করে যে, মহান নেতা ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাত বিশ্বের সমস্ত প্রতিরোধ ও মুক্তিকামী মানুষের মুক্তি এবং বিজয়ের পথে এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পকে জোরদার করবে। রয়টার্স, পার্সটুডে
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত জাহাজে হুথিদের ড্রোন হামলা https://corporatesangbad.com/487413/ |