আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের মধ্যাঞ্চলে কেসারিয়া এলাকায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। লেবানন থেকে পাঠানো ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর। হামলায় ছোট শহরটির বেশকিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। খবর এএফপির।
শনিবার (১৯ অক্টোবর) নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘কেসারিয়া এলাকায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আবাসস্থল লক্ষ্য করে মনুষ্যবিহীন উড়ন্ত যান (ড্রোন) উৎক্ষেপণ করা হয়েছে। সে সময় প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী ওই এলাকাটিতে ছিলেন না। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
তবে এটা পরিষ্কার করে বলা হয়নি হামলার লক্ষ্যবস্তুটি নেতানিয়াহুর ব্যক্তিগত আবাসস্থল কিনা। ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, আজ শনিবার লেবানন থেকে তিনটি ড্রোন নিক্ষেপ করা হয় এবং এদের মধ্যে দুটিকে গুলি করে নামিয়ে আনা হয়। পাশাপাশি আরও বেশকিছু রকেটও ছোড়া হয় লোবানন থেকে। এ সময় ইসরায়েলের উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
এদিকে, লেবাননের কর্তৃপক্ষ বলেছে আজ শনিবার দেশটির জোনিয়েহ এলাকায় ইসরায়েলের হামলায় দুইজন নিহত হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা https://corporatesangbad.com/487376/ |