স্পোর্টস ডেস্ক : উপমহাদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন রানে অলআউট হবার লজ্জার রেকর্ড গড়লো ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ৩১.২ ওভারে ৪৬ রানে অলআউট হয় ভারত।
এশিয়ার মাটিতে কম রানে গুটিয়ে যাবার রেকর্ড এতদিন ছিলো যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের। ১৯৮৬ সালে ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অলআউট হয়েছিলো ক্যারিবীয়রা। এছাড়াও ২০২২ সালে শারজাহতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে গুটিয়ে গিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ।
পাশাপাশি ঘরের মাঠেও সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড গড়লো ভারত। নিজেদের ডেরায় ভারতের আগের সর্বনি¤œ রান ছিলো ৭৫। ১৯৮৭ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭৫ রানে অলআউট হয়েছিলো টিম ইন্ডিয়া। ঐ ম্যাচটি ৫ উইকেটে হেরেছিলো ভারত।
বুধবার শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারনে মাঠেই নামতে পারেনি ভারত ও নিউজিল্যান্ড। আজ দ্বিতীয় দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের তিন পেসারের দুর্দান্ত বোলিংয়ে দিনের দ্বিতীয় সেশনের প্রথম ঘন্টায় ৪৬ রানে অলআউট হয় ভারত। দলের পক্ষে মাত্র দু’জন ব্যাটার দুই অংকে পা রাখতে পারেন। উইকেটরক্ষক ঋসভ পান্ত ২০ ও ওপেনার যশ্বসী জয়সওয়াল ১৩ রানে আউট হন।
ভারতের প্রথম আট ব্যাটারের পাঁচজন খালি হাতে সাজঘরে ফিরেন। তারা হলেন- বিরাট কোহলি, সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিন। নিউজিল্যান্ডের তিন পেসার ম্যাট হেনরি ১৫ রানে ৫টি, উইলিয়াম ও’রুর্ক ৪টি ও টিম সাউদি ১টি উইকেট নেন।
নিজেদের টেস্ট ইতিহাসে এটি তৃতীয় সর্বনিম্ন রান ভারতের। ২০২০ সালে অস্ট্রেলিয়া সফরে এডিলেডে ৩৬ রানে এবং ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ৪২ রানে অলআউট হয়েছিলো টিম ইন্ডিয়া। ঐ দুই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে এবং ইংলিশদের কাছে ইনিংস ও ২৮৫ রানে হেরেছিলো ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে কোন টেস্ট দলের এটি সর্বনি¤œ রান। ২০১২ সালে নেপিয়ারে কিউইদের বিপক্ষে ৫১ রানে অলআউট হয়েছিলো জিম্বাবুয়ে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম আট জনের মধ্যে পাঁচজন খালি হাতে বিদায় নিয়ে টেস্ট ইতিহাসে ১৩৬ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো ভারতীয় ব্যাটাররা। ১৮৮৮ সালে ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রথম আট ব্যাটারের পাঁচজনই শূন্য হাতে আউট হয়েছিলো। এরমধ্যে প্রথম চারজনই শূন্যতে ফিরেছিলেন। তারা হলেন- অ্যালেক বেনারম্যান, ঐ টেস্টের অধিনায়ক পার্সি ম্যাকডোনেল, হ্যারি ট্রট, জিওর্জি বনোর ও স্যামি উডস।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ভারতের লজ্জার রেকর্ড, ঘরের মাঠে ৪৬ রানে অলআউট https://corporatesangbad.com/487265/ |