ইসরাইলি মুদ্রার দরপতন, ৮ বছরের মধ্যে সর্বনিম্নে

Posted on October 11, 2023

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের ভেতরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অভিযান অব্যাহত থাকার কারণে ইসরাইলি মুদ্রা শেকেলের দরপতন ঘটেছে। আন্তর্জাতিক গনমাধ্যমগুলো জানিয়েছে, ডলারের বিপরীতে শেকেলের দর প্রায় ৮ বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে।

গত শনিবার সকালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী আন্দোলন হামাস অনেকটা নাটকীয়ভাবে ইসরাইলের ভেতরে হামলা চালানোর পর দেশটির অর্থবাজার চাপের মধ্যে পড়েছে। গতকাল এশিয়ার বাজারে ডলারের বিপরীতে শেকেলের দাম ৩ শতাংশ কমে যায় বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইউরোপের বাজারে দিনের শুরুতে শেকেলের দাম ২ শতাংশ পড়ে যায় এবং দিন যত গড়িয়েছে, শেকেল তত দুর্বল হয়েছে। ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক বাজারে হস্তক্ষেপ করার পরও শেকেলের দরপতন ঠেকানো যায়নি। শেকেলের দাম ধরে রাখার জন্য ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক বিদেশি মুদ্রা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাংক অব ইসরাইল জানিয়েছে, তারা ৩ হাজার কোটি ডলারের সমপরিমাণ বিদেশি মুদ্রা বিক্রি করবে।এদিকে, ইসরাইলি সরকারি বন্ডের বিক্রি বেড়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ১০ বছর মেয়াদি বন্ডের সুদের হার বেড়ে ৪.৬ শতাংশে উঠেছে, এক সপ্তাহ আগে যা ছিল ৪ দশমিক ৩ শতাংশ। ইসরাইলের শেয়ারবাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘তেল আবিব ৩৫’ সূচকে সোমবারও পতনের ধারা অব্যাহত ছিল। রোববার এই সূচক ৬ দশমিক ৫ শতাংশ কমে যায়, যা ছিল ২০২০ সালের মার্চের পর সবচেয়ে বড় পতন। যুদ্ধের প্রভাব পড়েছে ইসরাইলের আকাশ পরিবহনেও। বেশিরভাগ বড় বিমান সংস্থা তেল আবিবে ফ্লাইট স্থগিত করেছে অথবা উড়ানের সংখ্যা কমিয়ে দিয়েছে। এসব বিমান কোম্পানি বলেছে যে, ইসরায়েলে নিরাপত্তা পরিস্থিতির উন্নতির জন্য তারা অপেক্ষা করছে। পার্সটুডে