বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় নাট্যদল ‘প্রাচ্যনাট’ থেকে অনেক তারকা অভিনয়শিল্পী ও নির্মাতা বেরিয়ে এসেছে। ২০০০ সাল থেকে এর সঙ্গে সম্পৃক্ত অভিনেত্রী শাহানা রহমান সুমি। এই দলের হয়ে বিভিন্ন সময়ে সুমি ‘কইন্যা’, ‘সার্কাস সার্কাস’, ‘অচলায়তন’ নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
সেই ধারাবাহিকতায় একই দলের ‘খোয়াবনামা’ নাটকে কুলসুম চরিত্রে অভিনয় করেও বেশ প্রশংসা কুঁড়িয়েছেন সুমি। এটি ‘প্রাচ্যনাট’র ৩৭’তম প্রযোজনা।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আবারও মঞ্চস্থ হবে ‘খোয়াবনামা’। আগামীকাল সন্ধ্যা ৭টায় নাটকটি দেখা যাবে।
‘খোয়াবনামা’ নাটকে কুলসুমই অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। নাটকটি প্রসঙ্গে শাহানা রহমান সুমি বলেন, ‘এর আগে এই নাটকে কুলসুম চরিত্রে অন্য একজন অভিনেত্রী অভিনয় করতেন। তার কয়েকটি শোয়ের পর আমি যোগ দেই। প্রথমদিন থেকেই দর্শকের দারুণ সাড়া পেয়ে আসছি। আবারও নাটকটি মঞ্চে আসছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য।’
নাটকটির নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজিব ও নির্দেশনায় আছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
‘খোয়াবনামা’ আবার আসছে মঞ্চে https://corporatesangbad.com/487097/ |