সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সীমান্তবাজার মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তবাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রংপুর জেলার ঘোড়াঘাট গ্রামের মো. মুক্তার হোসেনের ছেলে মো. আশরাফুল ও মোহাম্মদ আলীর ছেলে মো. রনি।
জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সীমান্তবাজার মহাসড়কে উত্তরবঙ্গগামী রোডের পাশে একটি মালবাহী ট্রাকের ট্রায়ার পাংচার হয়। চালক ট্রাক থামিয়ে ট্রায়ার পরিবর্তন করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী পিকআপ পিছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মো. আব্দুল কাদের বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।'
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিরাজগঞ্জে পিকআপের ধাক্কায় নিহত ২ https://corporatesangbad.com/487052/ |