সাইফুল ইসলাম তানভীর, নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরের নিষেধাজ্ঞা অমান্য করে প্রজনন সময়ে পদ্মা নদীতে মা ইলিশ মাছ ধরার অপরাধে আমজাদ হোসেন মোল্লা (৫০) নামে এক জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত ইংলিশ মাছ এতিমদের মধ্যে বিতরণ করা হয়। জেলে আমজাদ হোসেন উপজেলার পাটগ্রাম চরের বাসিন্দা।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুমিন খান।
ওসি বলেন,গত ২৪ ঘণ্টায় হরিরামপুর থানা এলাকায় পদ্মা নদীতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জেলে আমজাদ হোসেনকে আটক করা হয়। পরে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে শাস্তি প্রদান করা হয়। তিনি আরো বলেন আমাদের এ অভিযান চলতে থাকবে এবং পর্যায়ক্রমে আরো জোড়াদার করা হবে।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান বলেন, মা ইলিশ মাছ রক্ষায় পুলিশের অভিযানে আটক জেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে তাকে শাস্তিস্বরূপ ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়াও অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ৭ কেজি ইলিশ মাছ এতিমদের মাঝে বিতরণ করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় ইলিশ ধরায় জেলেকে অর্থদণ্ড https://corporatesangbad.com/486948/ |