কর্পোরেট ডেস্ক: সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবসায় পর্যালোচনা সভা মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ।
এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান, ব্যাংকের এমডিএস ও ইনভেস্টমেন্ট উইং এর প্রধান মোঃ নাজমুস সায়াদাতসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের সকল শাখা ও জোনাল অফিসের কর্মকর্তাবৃন্দ।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ পরিবর্তিত পরিস্থিতিতে সঠিক তারল্য ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংককে গতিশীল করার বিষয়ে শাখা ব্যবস্থাপকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
নির্বিঘ্ন গ্রাহক সেবা প্রদানে সবাইকে আন্তরিক ও ধৈর্যশীল হওয়ার আহ্বান জানান আবদুল হান্নান খান।
বিনিয়োগ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করে মোঃ নাজমুস সায়াদাত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ব্যাংককে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
রিকভারি ও ওভারডিও থেকে আদায় বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন এসএএমডি এর প্রধান মোহাম্মদ মিজানুল কবির। সভায় শাখা ব্যবস্থাপকগণ তাদের মূল্যবান মতামত প্রদান করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত https://corporatesangbad.com/486904/ |