গাজীপুরের আওয়ামী লীগ নেতা উত্তরা থেকে আটক

Posted on October 16, 2024

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী মো.হৃদয়কে হত্যা মামলায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান মাস্টারকে উত্তরা থেকে গ্রেপ্তার করছে র‍্যাব-১।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত ৯ টা ৩০ মিনিট এর সময় রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। গ্রেফতারকৃত আনিসুর রহমান মাস্টার কোনাবাড়ী থানাধীন কুদ্দুস নগর এলাকার মৃত আলেক মিয়ার ছেলে।

নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজ এর একাদশ শ্রেণীতে পড়তেন। লেখাপড়ার পাশাপাশি তিনি কোনাবাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে অটোরিকশা চালাতেন।

ওই ঘটনায় নিহতের ফুপাতো ভাই ইব্রাহিম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।