সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে ডেঙ্গু শনাক্তের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘন্টায় জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৫ জনের। এরমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন।
আজ বুধবার নরসিংদীর সিভিল সার্জন ডা: সৈয়দ আমিরুল হক শামীম এই তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন জানান, চলতি বছর এখন পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মারা গেছেন ৩ জন। তাদের মধ্যে ২ জন ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে এবং ১ জন নরসিংদী জেলা সদর হাসপাতালে মারা যান। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৬৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
চলতি বছর এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু শনাক্ত হয়ে জেলার হাসপাতালগুলো থেকে সেবা নিয়েছেন ১ হাজার ৪৬৬ জন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
নরসিংদীতে ২৪ ঘন্টায় ডেঙ্গু শনাক্ত ১৫ জনের https://corporatesangbad.com/486891/ |