বগুড়ায় দুই কলেজের সবাই ফেল

Posted on October 16, 2024

বগুড়া প্রতিনিধি: রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে অংশগ্রহণ করে বগুড়ার দুটি কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেননি। মঙ্গলবার (১৫ অক্টোবর) ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিষয়টি জানা যায়।

এদিন বেলা ১১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অলিউল আলম ফলাফল জানান। অকৃতকার্য হওয়া কলেজ দুটি হলো বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী মহিলা কলেজ ও সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল ইএন কলেজ।

রাজশাহী শিক্ষাবোর্ডের ফলাফল বিবরণে জানা যায়, রাজশাহী বিভাগে ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। ওয়েবসাইটে ফলাফল যাচাইয়ে দেখা যায়, গাবতলী উপজেলার বাগবাড়ী মহিলা কলেজে ২০২৪ সালে উচ্চ মাধ্যমিকে মোট শিক্ষার্থী ছিল ১১ জন। এর মধ্যে পরীক্ষা দেন ৭ জন। তবে এই সাত জনেই অকৃতকার্য হন। সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল ইএন কলেজের তথ্য অনুযায়ী এবার এইএসসি পরীক্ষার্থী ছিলেন ১৬ জন। পরীক্ষায় ১৬ জন শিক্ষার্থী উপস্থিত হলেও পাস করেননি কেউই।

বাগবাড়ী মহিলা কলেজ প্রধান রেজাউল করিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে ব্যস্ত আছে বলে ফোন কেটে দেন। বগুড়া জেলায় ৩২ টি কেন্দ্রে ১১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৬ হাজার ৭২৭ জন পরীক্ষা দেন। এর মধ্যে ১৩ হাজার ৯৫৪ ছেলে এবং ১২ হাজার ৭৭৩ জন মেয়ে। পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১০২ জন শিক্ষার্থী।