‘বেস্ট ইনোভেশন ইন রিটেইল পেমেন্ট সল্যুশন’ অ্যাওয়ার্ড পেল ভিসা’র ‘স্ক্যান টু পে’

Posted on October 15, 2024

কর্পোরেট ডেস্ক: বিকাশের সাথে ‘স্ক্যান টু পে’ সমাধান নিয়ে আসায় সম্প্রতি বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৪-এ ‘বেস্ট ইনোভেশন ইন রিটেইল পেমেন্ট সল্যুশন’ অ্যাওয়ার্ড পেয়েছে ডিজিটাল পেমেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা (এনওয়াইএসই: ভি)। ভিসা কার্ডধারীদের জন্য ডিজিটাল পেমেন্টকে আরও সুরক্ষিত, ঝামেলাহীন ও নিরবচ্ছিন্ন করতে এই উদ্ভাবনী সমাধান নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।

এ উপলক্ষে ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “বিকাশের সাথে অংশীদারিত্বে চালু করা আমাদের ‘স্ক্যান টু পে’ সল্যুশন এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করায় আমরা সত্যিই অভিভূত। এর মধ্য দিয়ে উদ্ভাবন, সেরা গ্রাহক অভিজ্ঞতা ও দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সমৃদ্ধ করার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে। ভিসার অনন্য সুবিধা, নিরাপত্তা এবং ব্র্যান্ড প্রমিস এর সাথে সামঞ্জস্য রেখে ‘স্ক্যান টু পে’ সল্যুশনের সাথে দ্রুত অভ্যস্ত হওয়ার মাধ্যমে আমরা ক্যাশলেস সোসাইটি হয়ে ওঠার দিকে আরও একধাপ এগিয়ে যেতে পারবো। আমাদের প্রচেষ্টার স্বীকৃতি পেয়ে আমরা সম্মানিত। এ ধরনের আরও উদ্ভাবন নিয়ে আসতে আগামীতেও নিরলস ভাবে কাজ করে যাবো আমরা।”

নিরাপত্তা, সুবিধা ও দ্রুতগতির সমাধান নিয়ে আসার পাশাপাশি, কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এ বছরের মার্চে উদ্ভাবনী সমাধান ‘স্ক্যান টু পে’ চালু করে ভিসা। এর মাধ্যমে ভিসা কার্ডধারীরা বিকাশ কিউআর কোড স্ক্যান করে বিকাশ অ্যাকাউন্টে টাকা লোড করার ঝামেলা ছাড়াই ভিসা কার্ডের মাধ্যমে সরাসরি পে করার স্বাচ্ছন্দ্য উপভোগ করছেন। এ সুবিধার মাধ্যমে ওয়ালেটে কম ব্যালেন্স রয়েছে এমন ব্যবহারকারীরাও ভিসা কার্ড সিলেক্ট করে স্বাচ্ছন্দ্যে পেমেন্ট পরিশোধ করতে পারবেন।

দেশজুড়ে ৭ লাখ মার্চেন্ট আউটলেটে বিকাশ কিউআর কোডের মাধ্যমে লাখো ভিসা কার্ডধারীরা সহজে ক্যাশলেস পেমেন্টে এ সুবিধা উপভোগ করছেন। এর মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠান পজ (পয়েন্ট অব সেল) মেশিন ছাড়া কার্ড পেমেন্ট গ্রহণ করতে পারবে; পাশাপাশি, বড় রিটেইল স্টোরগুলোর পেমেন্ট পরিশোধ প্রক্রিয়া হবে আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যদায়ক।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৪’ -এ দেশের গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সেরা সমাধান নিয়ে আসা প্রতিষ্ঠানগুলোকে সম্মানিত করা হয়।

ব্যবহারকারীদের পেমেন্ট অভিজ্ঞতাকে আরও সহজ করতে ‘স্ক্যান টু পে’-এর মতো সমাধান নিয়ে এসেছে ভিসা ও বিকাশ। এর ফলে, যেমন পেমেন্ট প্রদানে জটিলতা কমে এসেছে; পাশাপাশি, লাখো গ্রাহক যেকোনো সময় যেকোনো জায়গা থেকে নিরাপদে, সহজে দ্রুত পেমেন্ট প্রদান করতে পারছেন।