চুয়াডাঙ্গা প্রতিনিধি: খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামি আন্তনগর আপ চিত্রা একপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা মোমিনপুর রেলস্টেশনের অদুরে ইঞ্জিন বিকল হয়ে যায়। আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় প্রায় ২ ঘন্টা। ইঞ্জিন বিকল হওয়ায় চিত্রা ট্রেনে থাকা যাত্রীরা গরমে কিছুটা দুর্ভোগে পড়েন। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা মোমিনপুর রেলস্টেশনের অদুরে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা দর্শনা লোক এ্যান্ড ক্যারিজের এসএসএ ইনচার্জ হাবিবুর রহমান বলেন, সকালে খুলনা থেকে ঢাকাগামি আন্তনগর আপ চিত্র একপ্রেস ট্রেনটি দুপুর ১২টার আগে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে আসার পর ছেড়ে যায়। ট্রেনটি মোমিনপুর রেলস্টেশনের অদুরে পৌছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। দর্শনা থেকে একটি ইঞ্জিন নিয়ে এসে ঘটনাস্থল থেকে ট্রেনটি পেছনের দিকে টেনে আবার চুয়াডাঙ্গা স্টেশনে আনা হয়। পরে ইঞ্জিনটি পরিবর্তন করে দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা করে।
তিনি আরও বলেন, দ্রুত সময়ে ট্রনে চলাচল স্বাভাবিক করতে পেরেছি। বিকল হওয়া ইঞ্জিনটি চুয়াডাঙ্গায় আউট লাইনে রাখা আছে। গরমের কারণে ট্রেনের যাত্রীরা ট্রেন থেকে নিচে নেমে দাড়ায়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গায় চিত্রা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ২ ঘন্টা পর চলাচল স্বাভাবিক https://corporatesangbad.com/486708/ |