বিনোদন ডেস্ক : বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন মডেল, উপস্থাপক ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ও বিয়ের ভাবনা নিয়ে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন তিনি। এ সময় প্রিয়াঙ্কা জামান বলেন, আমি ধার্মিক ছেলে বিয়ে করব। এ জন্য মনের মতো মানুষের অপেক্ষায় রয়েছি। যদি তেমন কাউকে পেয়ে যাই অবশ্যই বিয়ে করব।
তিনি আরও বলেন, বিয়ের পর ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে আমার। মন দিয়ে সংসার করব ও ধর্ম পালন করব।
শোবিজ দুনিয়ার মানুষ হলেও ভীষণ ধার্মিক প্রিয়াঙ্কা। নিয়মিত কোরআন পড়েন। ফেসবুকেও অনুসারীদের নিয়মিতভাবে নামাজের আহ্বান জানাতে দেখা যায় এই অভিনেত্রীকে।
প্রিয়াঙ্কার দাবি, অভিনেত্রীর ফেসবুক স্ট্যাটাস দেখে অনেকেই ফজরের নামাজ পড়েছেন। পরবর্তীতে বিষয়টি তাকে জানিয়েছেনও। শুধু তাই নয়, ঘুমের আগে সুরা মুলক না পড়লে সে রাতে শান্তিতে ঘুমাতে পারেন না অভিনেত্রী। পাশাপাশি সুরা ইয়াসিন তার সেরা বন্ধু বলেও জানান এই অভিনেত্রী।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বিয়ের জন্য ধার্মিক পাত্র খুঁজছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান https://corporatesangbad.com/486635/ |