সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ফটোগ্রাফার নিখোঁজ

Posted on October 10, 2023

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের সীগাল পয়েন্টে গোসল করতে নেমে মোহাম্মদ সাগর(১৭) নামে এক ফটোগ্রাফার নিখোঁজ হয়েছে। এই ফটোগ্রাফারের বাড়ি উখিয়ার কাস্টমস এলাকায়।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে দুই ফটোগ্রাফার বন্ধু ইয়াছিন আরাফাত (১৮) ও মোহাম্মদ সাগর (১৭) সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে গোসল করতে করতে সীগাল পয়েন্টে আসলে হঠাৎ পানির ঢেউতে ডুবিয়ে যায় তারা দু’জন।

সাগর থেকে ওয়াটার বাইক (জেট স্কি) চালক মোহাম্মদ ইউনুস ইয়াছিন আরাফাতকে জীবিত উদ্ধার করে নিয়ে আসতে পারলেও সাগরকে তুলে আনা সম্ভব হয়নি। ওয়াটার বাইক চালক বলেন, আমি পর্যটক নিয়ে ওয়াটার বাইক রাইড দেওয়ার সময় ওদের ডুবে যেতে দেখে একজনের হাত ধরতে পারলেও আরেকজনকে ধরা সম্ভব হয়নি। একজনকে উদ্ধার করে পাড়ে নিয়ে এসে আরেকজনকে উদ্ধার করতে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

জীবিত উদ্ধার হওয়া ফটোগ্রাফার ইয়াছিন আরাফাত বলেন, আমরা দুই বন্ধু সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে আস্তে আস্তে সীগাল পয়েন্টে চলে আসি। হঠাৎ একটি গর্তে পড়ে আমরা দু’জন ডুবে যাই। আমাকে ওয়াটার বাইক চালক উদ্ধার করতে পারলেও আমার বন্ধু এখনো নিখোঁজ।

নিখোঁজ সাগরকে খুঁজতে সি সেইফ লাইফগার্ডের কয়েকটি টিম সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে কাজ করছে বলে জানান সিনিয়র লাইফগার্ড জয়নাল আবেদীন ভুট্টো। তিনি বলেন, আমরা নিখোঁজের সংবাদ শুনে তখনই ওই জায়গায় খুঁজাখুঁজি করি কিন্তু সন্ধান পায়নি। আমরা এখনো সন্ধান চালিয়ে যাচ্ছি।

আরেক লাইফগার্ড মোহাম্মদ ইউসুফ আলী বলেন, আমি সাগরের অনেক গভীরে চলে গিয়েছিলাম খুঁজতে কিন্তু পায়নি। যখন নিখোঁজ হচ্ছিলো তখন একটি রিফকারেন্ট সৃষ্টি হয়েছিলো সেটাই উনাকে গভীরে নিয়ে গেছে হয়তো।

নিখোঁজ মোহাম্মদ সাগরের চাচা মোহাম্মদ আলম বলেন, আমি ঘটনা শুনার পরপরই ঘটনাস্থলে আসলাম। আমিও নিজেও সৈকতে ফটোগ্রাফি করি। আমরা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাই আমার ভাইপোকে খুঁজে পেতে।