সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে বৈদ্যুতিক শকে মাছ ধরার সময় মনির মিয়া (১৬) নামে এক মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বিকালে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মেঘনা নদীর নয়াচরে এ ঘটনা ঘটে।
চাঁনপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য মো: আলমাছ খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মনির মিয়া চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে।
নিহতের স্বজন মোবাশ্বির বিন মোস্তফা কামাল ও এলাকাবাসী জানান, মনির ব্যাটারিচালিত ইলেকট্রিক শক ডিভাইসের সাহায্যে মেঘনা নদীতে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে যায়। এসময় সঙ্গে থাকা মৎস্য শিকারীরা তাকে উদ্ধার করে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, কিছু মৎস্য শিকারি পানিতে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরেন। এভাবে মাছ ধরা যেমন ঝুঁকিপূর্ণ এবং এতে মাছের পোনা মরে যাওয়াসহ ও ডিম নষ্ট হয়ে যায়। এ পদ্ধতিতে ধরা মাছের প্রকৃত স্বাদও থাকে না।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রায়পুরায় বৈদ্যুতিক শকে মাছ ধরার সময় শিকারীর মৃত্যু https://corporatesangbad.com/486364/ |