শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পথে তিন নারীসহ ৪ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দিকে কাকডাঙা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বরিশাল জেলার কোতয়ালী থানার মো.সাইফুল মুন্সি (৩৫) ও তার স্ত্রী আখি আক্তার (২৭), নেত্রকোনা জেলার সদর থানা এলাকার লাকী আক্তার (২৫) ও চুয়াডাঙা জেলার জীবননগর থানার পাপিয়া খাতুন (২৪)।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
বিজিবি অধিনায়ক জানান, সদর উপজেলার কাকডাঙা সীমান্ত দিয়ে বৃহস্পতিবার অবৈধভাবে কয়েকজন ব্যক্তি ভারতে গমন করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অবস্থান নেয়।
এ সময় কাকডাঙা বিওপির সীমানা পিলার থেকে প্রায় ৫০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ ছাড়া অপর এক অভিযানে চান্দুড়িয়া সীমান্তের ভারত থেকে অবৈধভাবে চোরাকারবারিদের নিয়ে আসা তিনটি গরু আটক করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাতক্ষীরায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে তিন নারীসহ আটক ৪ https://corporatesangbad.com/486079/ |