সাপ্তাহিক দর পতনের শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম

Posted on October 10, 2024

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (৬ থেকে ৯ অক্টোবর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি কোম্পানির মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট্রোলিয়ম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা বা ১৫.০২১ শতাংশ কমেছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানগুলোর মধ্যে ১৪ টাকা ৬০ পয়সা বা ১০ দশমিক ৬৪ শতাংশ দর পতনে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি। এছাড়া ২ টাকা ৪০ পয়সা বা ১০ দশমিক ৩৪ শতাংশ দর পতনে তৃতীয় স্থানে উঠে এসেছে রানার অটোমোবাইলস পিএলসি।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, দেশ গার্মেন্টস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ফাইরাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমেটেড।