মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে পর্যটন সেক্টরে দক্ষতা উন্নয়ন ও স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের একটি অভিজাত হোটেলে একাডেমী অফ ইনফর্মেশন টেকনোলজী (এআইটি) সুইচ কনটাক্ট এর অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের উদ্ভোধন হয়।
এআইটির চেয়ারম্যান নাজমুল করিম ফারুক সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আতাউল গনি ওসমানি। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদিপ্ত খিশা, কক্সবাজার সিটি কলেজর ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মইনুল হাসান পলাশ।
সভায় বক্তারা জানান পর্যটন শিল্পের সীমাহীন সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমাদের সকলকে পর্যটকদের প্রতি আন্তরিক, দায়িত্বশীল ও অমায়িক আচরণ দিয়ে আকৃষ্ট করতে হবে।
এআইটির চেয়ারম্যান নাজমুল করিম ফারুক জানান এআইটি এ প্রকল্পের মাধ্যমে মোট ৬০০ যুবদের মোট ৭টি কোর্সের উপর (হাউসকিপিং, ফ্রন্টডেস্ক ম্যানেজমেন্ট, এ্যাসিসট্যান্ট সেফ, ইলেকট্রিকাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, প্লাম্বিং, ফুড এন্ড বেভারেজ সার্ভিস, এবং সিকিউরিটি গার্ড এন্ড সার্ভিসেস প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষনের পর এআইটি তাদেরকে চাকুরীর ব্যবস্থা করে দিবেন বলেও জানান।
নাজমুল ফারুক আরো জানান, এআইটি ২০১২ সাল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সকরকারের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোড এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কতৃপক্ষ এর অধীনে কক্সবাজার জেলার প্রায় সব কটি উপজেলায় কাজ করে আসছে বলেন জানান।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পর্যটন খাতের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখছে এআইটি https://corporatesangbad.com/485991/ |