আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার একটি সাময়িকী পশ্চিম এশিয়া অঞ্চলে যুদ্ধের পেছনে ইসরাইলের ব্যাপক ব্যয়ের পরিসংখ্যান তুলে ধরেছে। গাজা এবং লেবানন যুদ্ধের পেছনে ইসরাইল যে পরিমাণ অর্থ ব্যয় করেছে তা এই অবৈধ রাষ্ট্রটির জিডিপির ১২ শতাংশের সমান।
‘ফরেন পলিসি’ পত্রিকা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজা ও লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার পেছনে দখলদার ইসরাইলের ব্যয় ৬৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।
এই প্রতিবেদনে বলা হয়েছে, এই বছরের আগস্ট পর্যন্ত গাজা যুদ্ধে ইসরাইলের নগদ অর্থ ব্যয় হয়েছে ২৬.৩ বিলিয়ন ডলার। এছাড়া এই যুদ্ধ সংক্রান্ত অন্যান্য ব্যয়ের পরিমাণও অনেক বেশি।
২০২৩ সালের ৭ আগষ্ট থেকে গাজায় সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে দখলদার ইসরাইল। এ পর্যন্ত সেখানে তারা ৪২ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে। পার্সটুডে
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজা ও লেবানন যুদ্ধে ইসরাইলের ব্যয় ৬৬ বিলিয়ন ডলার https://corporatesangbad.com/485723/ |