চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ৭২৪ লিটার রেক্টিফাইড স্পিরিট সহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর একটি যৌথ টিম।
আজ (৮ অক্টোবর) মঙ্গলবার ভোর ৪ টার চুয়াডাঙ্গার দর্শনা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, দর্শনা পৌর এলাকার আনোয়ারপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৪৫), একই এলাকার মৃত কিতাব আলীর ছেলে মিতুল মিয়া (৪০) ও মৃত নুর মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২০)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ১২ সদস্যদের একটি টিম এবং সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সার্জেন্ট মাসুদের নেতৃত্বে সেনাবাহিনীর ১৮ সদস্যদের একটি টিম দর্শনা থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায়।
এসময় দর্শনা পৌর এলাকার আনোয়ারপুর গ্রামের আনিনুল ইসলাম, মিতুল মিয়া ও শফিকুল ইসলামকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটককৃতদের শিকারোক্তিতে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৭২৪ লিটার রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ রেক্টিফাইড স্পিরিট সহ ৩ জন আটক https://corporatesangbad.com/485544/ |