পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন

Posted on October 7, 2024

নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৭ অক্টোবর) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি গতদিনের তুলনায় কমেছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৩ দশমিক ৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৩৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২২ দশমিক ০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৪২ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৬৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৬৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ০.৪৪ শতাংশ কমেছে।

আজ লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৩ টির, কমেছে ২৮৮ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৫ টি কোম্পানির বাজারদর।