ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত-অটোরিকশায় চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান উল্লাহ আমান (৩৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত আমান উল্লাহ ভালুকা উপজেলার গোয়ারী গ্রামের কুচালিয়ারটেক পাড়ায় উসমান গনির ছেলে।
রোববার (৬ অক্টোবর) দুপুরে ভালুকা উপজেলার গোয়ারী গ্রামের কুচালিয়ারটেক পাড়ায় এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে নিজের অটোরিকশায় চার্জ করতে যান আমান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গিয়ে তার মা হাফিজা খাতুনও আহত হন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় আমানকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামছুল হোসাইন এ সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃেষ্ট চালকের মৃত্যু https://corporatesangbad.com/485380/ |