মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের পানিতে সৃষ্ট বন্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্তত ২৫টি গ্রামের ৪০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।
ফলে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এ অবস্থায় ঝিনাইগাতি উপজেলার হাসলীগাঁও, বানিয়াপাড়া, বাতিয়াগাঁও, রাঙামাটি ও জুলগাঁও এ চারটি স্থানে চাল, ডাল, আলু, মুড়ি, গুড় ও তেল সহ এক হাজার প্যাকেট খাবার ও ৫০ হাজার টাকা ত্রাণ সহায়তা দিয়েছেন শেরপুর-৩ আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য ও শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল।
এসময় উপস্থিত ছিলেন মালিঝিকান্দার ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, স্থানীয় বিএনপির নেতা আল আমিন, নজরুল প্রমুখ।
শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারছি পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে প্রাকৃতিক সব দুর্যোগে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শেরপুরে বন্যার্তদের মাঝে বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ https://corporatesangbad.com/485359/ |