নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেনেটা পিএলসির দুইটি পণ্য যুক্তরাজ্যের বাজারে যুক্ত হলো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, যুক্তরাজ্যের বাজারে সারট্রালাইন ১০০ এমজি এবং প্রোপিলথিওরাসিল ৫০ এমজি ট্যাবলেটের প্রথম চালান সফলভাবে প্রেরণ করা হয়েছে। এই উচ্চ-মানের ট্যাবলেটগুলো বাংলাদেশের রাজেন্দ্রপুরে রেনেটার ইউকে-এমএইচআরএ অনুমোদিত সুবিধাতে তৈরি করা হয়েছে।
রেনেটা-ইউকে এর ব্র্যান্ডিংয়ের অধীনে এবং একটি স্থানীয় বাণিজ্যিকীকরণ দলের সাথে অংশীদারিত্বে এই ওষুধগুলো শ্রীঘ্রই যুক্তরাজ্যের গ্রাহকদের কাছে পৌঁছে যাবে।
বাংলাদেশে এই ওষুধগুলো তাদের স্থানীয় ব্র্যান্ড সেরোনেক্স (সারট্রালাইন) এবং পিটিইউ (প্রোপিলথিওরাসিল) নামে পরিচিত।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
যুক্তরাজ্যের বাজারে যুক্ত হলো রেনেটার ২ ওষুধ https://corporatesangbad.com/485349/ |