বিনোদন ডেস্ক : তুফান ঝড়ের পর ‘লায়ন’ শিরোনামে চলতি বছরের শেষে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন পরিচালক রায়হান রাফী। যেখানে নায়ক থাকবেন বাংলাদেশের শরিফুল রাজ ও পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ। নিজেই এই খবর নিশ্চিত করেছেন নির্মাতা।
যদিও ঢালিউড পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল, ‘অসিয়ত’ নিয়ে ব্যস্ত রাফী; আফরান নিশোকে নিয়ে যে সিনেমা ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে। তবে এখন এই সিনেমার ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত।
‘লায়ন’ সিনেমা প্রসঙ্গে রায়হান রাফী বলছেন, ‘লায়ন’ ২০২৫ এর রোজার ঈদে মুক্তি পাবে। এটি হবে অ্যাকশন বেইজ সিনেমা। এই সিনেমার বেশিরভাগ শুটিং হবে উত্তাল সাগরের বুকে। নায়ক-ভিলেনের সিনেমা নয় এটা, এখানে জিৎ-রাজ দুজনেই সমান্তরাল নায়করূপে থাকছেন।
রাফী জানান, পশ্চিমবঙ্গে তুফান মুক্তির সময় সিনেমা নিয়ে জিতের সঙ্গে আলাপ করেন তিনি। লায়ন তৈরি হবে যৌথ প্রযোজনায়। ভারতের শ্যাডো ফিল্মসের সঙ্গে যুক্ত হবে দেশের দুই প্রযোজনা প্রতিষ্ঠান।
জিৎ বলেন, ‘আমি রাফীর তুফান দেখেছি, তাঁর পরিচালনার স্টাইল আমার পছন্দ হয়েছে। লায়ন সিনেমার গল্প শোনার পর কাজটি করতে আরও আগ্রহী হয়েছি। এটুকু বলতে পারি, দর্শকের বিনোদনের অভাব হবে না।’
কয়েক দিন আগে খবর ছড়িয়েছিল রাফীর পরিচালনায় জিতের সঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। তবে নির্মাতা জানালেন চঞ্চল নয়, অভিনয় করবেন শরিফুল রাজ। এ সিনেমায় রাজের চরিত্রে অনেক চমক আছে বলে জানান তিনি। রাফী বলেন, ‘লায়ন নায়ক-ভিলেনের সিনেমা না। এতে দুজনেই সমান্তরালে নায়করূপে থাকবেন। জিৎ ও রাজ পাল্লা দিয়ে অভিনয় করবেন।’
নির্মাতা আরও জানান, বাংলা সিনেমার বাজারকে বিস্তৃত করতেই দুই ইন্ডাস্ট্রি থেকে নায়ক নেওয়া হয়েছে। রাফী বলেন, ‘কলকাতায় এবং আমাদের এখানে অসংখ্য দর্শক রয়েছে জিতের। সেসব দর্শককে আমরা টার্গেট করতে চাই। বাংলাদেশের সিনেমা কলকাতার দর্শকেরা পছন্দ করলেও সেই অর্থে ব্যবসায়িকভাবে আমরা সফল হতে পারছি না। বাংলা সিনেমার সম্প্রসারণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাহলে সিনেমা অঙ্গন এবং ইন্ডাস্ট্রি এগোবে।’
লায়নের গল্প প্রসঙ্গে রাফী বলেন, ‘সিনেমা মুক্তির আগে গল্প নিয়ে কথা বলতে চাইছি না। শুধু এটুকু বলতে পারি, অ্যাকশন ঘরানায় নির্মিত হবে সিনেমাটি। এমন একটি গল্প নিয়ে কাজ করছি যে গল্প আগে দেখেনি দর্শক।’
জিৎ ও রাজের কথা নিশ্চিত করলেও নায়িকার নাম জানাননি নির্মাতা। শোনা যাচ্ছে ঢালিউডের কোনো নায়িকাকেই দেখা যাবে এতে। নির্মাতা আরও জানালেন, লায়ন তৈরি হবে তিন পর্বে। ইতিমধ্যে শেষ হয়েছে গল্প লেখা। পর্যায়ক্রমে শুটিং হবে প্রতিটি পর্বের। চলতি বছরের শেষ নাগাদ শুরু হবে লায়নের প্রথম পর্বের শুটিং। বেশির ভাগ শুটিং হবে সমুদ্রে। আগামী বছর রোজার ঈদে দুই বাংলায় লায়নের মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।
‘লায়ন’ যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে। ভারত থেকে থাকছে স্যাডো ফিল্মস। বাংলাদেশ থেকে থাকছে আরও দুটি প্রোডাকশন হাউজ। নায়িকারা থাকছেন ঢালিউড থেকে। সেটিও শিগগিরই জানান দেবে নির্মাণ পক্ষ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রাফীর সিনেমায় জিৎ ও রাজ https://corporatesangbad.com/485275/ |