গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে হাজিরা বোনাস, টিফিন বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।
শনিবার সকালে গাজীপুর মহানগরের জিরানী এলাকার চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে তাঁরা এই বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর শিল্প পুলিশ ও বিক্ষোভকারী শ্রমিকরা জানান, গাজীপুর মহানগরের জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড নামে কারখানার শ্রমিকেরা আজ সকালে কাজে এসে প্রধান ফটকের সামনে জড়ো হন। পরে তাঁরা হাজিরা বোনাস, টিফিন বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ শুরু করেন।
এসময় শ্রমিকদের সাথে খারাপ আচারণের জন্য কয়েকজন স্টাফকে চাকরীচ্যুত্ব করার দাবীও জানান তারা। সকাল ৯টার দিকে কারখানার পাশের চন্দ্রা-নবীনগর সড়করে অবরোধ করেন। সড়কটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন এই পথে চলাচলকারী যাত্রীরা। খবর পেয়ে শিল্প-পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিক্ষোভ https://corporatesangbad.com/485121/ |