নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩ অক্টোবার) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতন হয়েছে ১৩৮ কোম্পানির। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার দিন শেষে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ইউনিট দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২৪ টাকা ৭০ পয়সা বা ৮ দশমিক ৭৩ শতাংশ কমেছে। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।
এদিকে দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ৪৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক ৩৯ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- তাসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমেটেড, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দর পতনের শীর্ষে ন্যাশনাল টি https://corporatesangbad.com/484905/ |