মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে আদালতে তোলার সময় মামুন নামে এক রোহিঙ্গা আসামি পালিয়েছে।বুধবার (২ অক্টোবর) দুপুরে আদালতের সামনে এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া আসামি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি অস্ত্র মামলার আসামি বলে জানিয়েছেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব। তিনি জানান, আদালত তোলার সময় এক রোহিঙ্গা আসামি পালিয়েছে। তাকে গ্রেফতারের অভিযান চলমান। সেই একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।
উখিয়ার থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র মামলায় মামুনকে গ্রেফতার করে এপিবিএন। পরে উখিয়া থানায় হস্তান্তর করলে। থানা থেকে আদালতে প্রেরণ করা হয়। তাকে অন্যান্য আসামিদের সাথে কোর্টে তোলা হয়। পরে পুলিশি পাহারায় সেল ঘরে নিয়ে যাওয়ার সময় কৌশলে পালিয়ে যায়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কক্সবাজার আদালত থেকে পালালো রোহিঙ্গা আসামি https://corporatesangbad.com/484694/ |