![]() |

নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে দুর্বল কোম্পানির আইপিও অনুমোদন বন্ধ করার দাবি জানানো হয়েছে।
বুধবার (২ অক্টোবর) মতিঝিল ডিএসই ভবনের সামনে ‘পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের’ আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
পরিষদের নেতারা বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় পুঁজিবাজারে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। পাশাপাশি তালিকাভুক্তির পর সব কোম্পানিকে বাধ্যতামূলকভাবে ১০ শতাংশ লভ্যাংশ দেয়ার নিয়ম রাখার দাবিও করেন তারা।
তারা আরও বলেন, সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে হবে। একইসাথে পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকের হস্তক্ষেপ বন্ধ করারও দাবি জানান তারা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| পুঁজিবাজারে দুর্বল কোম্পানির আইপিও অনুমোদন বন্ধের দাবিতে মানববন্ধন https://corporatesangbad.com/484604/ |