গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৬০ বছর বয়সী অনিতা রানী বর্মন নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল রাত সাড়ে ১২টার দিকে তিনি কারাগারে অ্যানিমিয়া, ডায়াবেটিকস, শ্বাসকষ্ট সহ নানা রোগে অসুস্থ হয়ে পড়েন।
কারা কর্তৃপক্ষ প্রথমে কারা মেডিকেল, পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করেন।সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত অনিতা রানী বর্মন নরসিংদী জেলার রায়পুরা থানার বটতুলা হাটি গ্রামের মৃত বিরেন্দ্র চন্দ্র বর্মনের স্ত্রী।
তিনি দক্ষিণখন থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গেল ১৪ ই সেপ্টেম্বর আদালতের নির্দেশে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠান।
বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার নাহিদা পারভীন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কাশিমপুর কারাগারে নারী হাজতির মৃত্যু https://corporatesangbad.com/484599/ |