স্পোর্টস ডেস্ক :সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। এর মধ্যে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই অধিনায়কের নাম প্রকাশ করল ফরচুন বরিশাল। বরিশালের অধিনায়কের দায়িত্বে এবারও থাকছেন তামিম ইকবাল।
মঙ্গলবার (০১ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি। এক পোস্টে তারা লিখে, ওয়েলকাম টু ফরচুন বরিশাল, ক্যাপটেন খান সাহেব। ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ।
ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন তামিম ইকবাল। তিনি শীঘ্রই মাঠে ফিরছেন, আর তা হতে পারে বিপিএল দিয়েই। মাঠে ফেরার আগেই তামিমকে আবারও অধিনায়ক ঘোষণা করল ফরচুন বরিশাল।
বিপিএলের প্রথম চার মৌসুমের তিনটিতেই ছিল না বরিশালের ফ্র্যাঞ্চাইজি। আর ২০২২ সালে প্রথমবার বিপিএলে আসে ফরচুন বরিশাল। ২০২২ ও ২০২৩ বরিশালের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। তবে ২০২৪ সালে আস্থা রাখা হয় তামিমের উপর।
তামিমের অধিনায়কত্বে প্রথম আসরেই শিরোপা জেতে ফ্র্যাঞ্চাইজিটি। তামিমের পাশাপাশি বরিশাল দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সৌম্য, মুশফিক ও মাহমুদউল্লাহর মতো ক্রিকেটাররা।
এদিকে তামিমকে অধিনায়ক করার পাশাপাশি বরিশাল নতুন চুক্তি করেছে মুশফিকের সঙ্গে। এছাড়াও, বরিশাল তাদের দলে টানতে চাচ্ছে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও ইংল্যান্ডের ডেভিড মালানকে। আর পাকিস্তানি ক্রিকেটার ফাহিম আশরাফকে চুক্তি করিয়েছে দলটি।
আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তার আগে বেশ কিছু ক্রিকেটারকে রিটেইন করতে পারছে ফ্র্যাঞ্চাইজিরা। ড্রাফটের বাইরে গিয়ে দেশের তারকা ক্রিকেটাররের সঙ্গে সরাসরি চুক্তিও করা যাবে। তবে ফ্র্যাঞ্চাইজিরা কতজনকে রিটেইন এবং সরাসরি চুক্তিতে দলে নিতে পারবে তা নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১০ম আসরে তামিম পুরো টুর্নামেন্টে ১৫ ম্যাচে সর্বোচ্চ ৪৯২ রান করেছিলেন। যেখানে তিনি রান তুলেছিলেন ১২৭.১৩ স্ট্রাইক রেটে। এমন পারফরম্যান্সে শেষ পর্যন্ত হয়েছিলেন বিপিএলের সেরা ক্রিকেটারও।
বিপিএলের সবশেষ মৌসুম থেকে মাত্র চারটি ফ্র্যাঞ্চাইজি টিকে গেছে এবারের মৌসুমে। চ্যাম্পিয়ন বরিশাল তাদেরই একটি। বাকিদের মাঝে সিলেট স্ট্রাইকার্সের পাশাপাশি থাকছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। নতুন করে দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যুক্ত হয়েছে চট্টগ্রাম কিংস, ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী। তবে বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে না চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বিপিএলে আবারও বরিশালের অধিনায়ক তামিম https://corporatesangbad.com/484554/ |