সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রিয় ডিলারদের যোগসাজশে অবৈধভাবে ১৬০ কেজি চাউল কেনার সময় অধির চন্দ্র ঘোষ (৬২) নামে ব্যবসায়ীকে আটক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ মাদ্রাসা রোড় এলাকায় মেসার্স পল্লী ট্রেডার্সের সামনে এ ঘটনাটি ঘটে।
এ প্রসঙ্গে রায়গঞ্জ নিমগাছি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান, টিসিবি পণ্য কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে বিতরণকালে জেলা এনএসআই তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নেওয়া হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
তাড়াশে যৌথবাহিনীর অভিযানে চাউল ব্যবসায়ী আটক https://corporatesangbad.com/484459/ |