পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭ টি কোম্পানির ১৪ কোটি ৪৭ লক্ষ ২৩ হাজার ১৪১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৮৯ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ১৫৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩৮.২২ পয়েন্ট কমে ৫৫৮৬.২৯ ডিএস-৩০ মূল্য সূচক ১৪.০১ পয়েন্ট কমে ২০৩৯.৩৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১১.৫০ পয়েন্ট কমে ১২৫২.২২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ২৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ইসলামি ব্যাংক, জিপি, ইবনে সিনা ফার্মা, এসআইবিএল, ব্র্যাক ব্যাংক, সোনালী আঁশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, এপেক্স ফুটওয়্যার, এডিএন টেলিকম ও ইউনিক হোটেল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রূপালি লাইফ ইন্সুঃ, আফতাব অটোমোনাইলস, ডেসকো, গ্রামীণ স্কীম-২ মি. ফা., এডিএন টেলিকম, নাভানা সিএনজি, ন্যাশনাল লাইফ ইন্সুঃ, জাহিন স্পিনিং, মালেক স্পিনিং ও সোনালি লাইফ ইন্সুঃ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ফনিক্স ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, একমি পেস্টিসাইডস, ফু-ওয়াং ফুড, এমারেল্ড অয়েল, ডরিন পাওয়ার, ফেডারেল ইন্সুঃ, জনতা ইন্সুঃ, কাট্টালি টেক্সটাইল ও এসোসিয়েটেড অক্সিজেন।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৮০১২৪৩৫৩৮৮৯৬.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের পতনে কমেছে লেনদেনও https://corporatesangbad.com/484448/ |