নিজস্ব প্রতিবেদক : সানলাইফ ইন্স্যুরেন্স তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৩১ ডিসেম্বর, ২০২৩ এ সমাপ্ত বছরের জন্য দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সম্প্রতি ঢাকার মহাখালীর রাওয়া কনভেনশন হলে অনুষ্ঠিত কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই ঘোষণা দেয়া হয়।
কোম্পানির চেয়ারম্যান ওয়াফী শফিক মিনহাজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বার্ষিক সাধারণ সভায় পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যরা এবং কোম্পানির শেয়ারহোল্ডাররাও উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান তার বক্তব্যে শেয়ারহোল্ডারদের সমর্থন এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কোম্পানির চ্যালেঞ্জিং সময়েও গ্রাহক সেবা নিশ্চিত করে ব্যবসায়িক কার্যক্রম বজায় রাখার জন্য সানলাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও নতুন পরিচালনা পরিষদের দূরদর্শিতার প্রতি তার দৃঢ় আস্থা জ্ঞাপন করে কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন চেয়ারম্যান।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার, যারা কোম্পানিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে নতুন বোর্ডের দৃষ্টিভঙ্গি এবং কৌশলগুলির প্রশংসা করেছেন। এছাড়াও তারা শক্তিশালী কর্পোরেট গভর্ন্যান্স, লভ্যাংশ ঘোষণা এবং ২০২৩ সালের বিস্তারিত বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য নতুন পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সানলাইফ ইন্স্যুরেন্সের ২৪তম এজিএম অনুষ্ঠিত https://corporatesangbad.com/484418/ |